আগামী দুদিন বৃষ্টির সম্ভবনা রাজ্যে

নাজেহাল করা গরমের পর চলতি মাসের শুরু থেকে বৃষ্টির আগমন ঘটেছে রাজ্যে। বিগত বেশ কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে দেখছে রাজ্য। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার না থাকলেও দেখা মিলছে মেঘেদের। বজ্র বিদ্যুত সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই কমছে না গরম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়ায়। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৮৯ শতাংশ বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলাতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় জেলাগুলোতে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এখনই তাপমাত্রার পারদ কমার কোনও সম্ভাবনা নেই। আপেক্ষিক আর্দ্রতা বাড়ার জন্য অস্বস্তি বাড়বে।

উত্তরবঙ্গের জেলাগুলোতে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে। এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে ফের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যে আসতে পারে বর্ষা। বর্ষাতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলেই মৌসম ভবন জানিয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, জুন থেকে সেপ্টম্বর পর্যন্ত বর্ষার বৃষ্টি পাওয়া যাবে। তবে জুলাই ও আগস্টে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। জুলাই ও আগস্টে বছরের ৭০ শতাংশ বৃষ্টি হবে।