নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে ভোটের অবহে মদ কাণ্ড নিয়ে সরগরম রাজ্য। কিছুদিন আগেই ময়নাগুড়ির রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি গ্রামের নিরঞ্জন রায়ের বাড়ি থেকে প্রায় ৬ কোটি টাকার জাল বিলিতি মদ উদ্ধার হয়।
বিজেপির দাবি, অভিযুক্ত নিরঞ্জন রায় স্থানীয় তৃণমূল নেতা। পাল্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই নামে তাদের দলের কোনো কর্মী নেই। সবমিলিয়ে জাল মদ উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জাল মদ তৈরির খবর আবগাড়ি দফতর অভিযান চালায়, আর তাতেই বড়সড় কেলেঙ্কারির পর্দাফাঁস।
অভিযুক্ত নিরঞ্জন রায়ের স্ত্রী ICDS কর্মী। তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টোটাল ৬০০ কার্টুন বিলিতি মদ। উদ্ধার হয়েছে মদ তৈরির স্পিরিট, ভ্যাট, মদ বোতলজাত করার যন্ত্রপাতি সহ একাধিক সামগ্রী। সব মিলিয়ে প্রায় ৬ কোটি টাকার জিনিস উদ্ধার করা হয়েছে।