পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে একাধিক নৃশংস ছবি রাজ্যে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত সময়েই আজ রাজ্যে পঞ্চায়েত ভোট হচ্ছে। গণতন্ত্রের উৎসব! তবে এই উৎসব যেন ক্রমশ্যই রূপ নিচ্ছে বিভীষিকার। ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ। এর মাঝেই একের পর এক মৃত্যুর ঘটনা।

রেজিনগরে শাসকদলের কর্মীকে বোমা মেরে খুন, বারাসাতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন, তুফানগঞ্জে খুন টিএমসি কর্মী। সবমিলিয়ে ভোটের বলি ২২। গতকাল মাঝরাতে মুর্শিদাবাদের রেজিনগরের ঝিকরা গ্রামে বোমা মেরে খুনের অভিযোগ। তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের খুন নির্দল প্রার্থীর সমর্থক।

কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। অন্যদিকে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় নয়া মোড়। শনিবার কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ উদ্ধার হয় খড়গ্রাম থেকে। প্রসঙ্গত, কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন এই তিনি।