উঠছে বড় অভিযোগ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম সবুজ সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

তবে এপ্রকল্প নিয়ে এবার উঠল বড় অভিযোগ। বহু জায়গায় অভিযোগ উঠছে যে সাইকেল হাতে পাওয়ার পর ৫০০ টাকা দিয়ে সাইকেল রিপিয়ার করে তারপরই পড়ুয়ারা সেটিকে বাড়ি নিয়ে যেতে পারছেন। অভিযোগ উঠছে মূলত দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গা থেকে।

ক্যানিং, ভাঙ্গড়, গোসাবা প্রায় সর্বত্র ধরা পড়ছে একই ছবি। অনেকে টাকা দিতে না পারায় সাইকেল অনেকদিন পড়ে থাকছে দোকানে। গোসবার পঞ্চায়েত সমিতির সভাপতি লিলিমা মন্ডল অবশ্য পড়ুয়াদের এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন।