শিলিগুড়ি : শিলিগুড়ির সংলগ্ন ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির ঘটনা।গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে। শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল। আজ সোমবার কর্মীরা ব্যাঙ্ক খুলতে এসে দেখতে পান ব্যাঙ্কের পেছনদিকের গেট ভাঙা রয়েছে। ব্যাঙ্কের ভেতরে বেশকিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরই এনজেপি থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবী, ব্যাঙ্ক থেকে কোনরকম টাকা চুরি হয়নি। চারটি কম্পিউটার এখনও অবধি চুরি গিয়েছে বলে জানিয়েছেন ব্যাঙ্কের ম্যানেজার। যদিও চোর ভল্টে হাত দেয়নি বলে দাবী তার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ওই ব্যাঙ্কের নীচে একটি এটিএমও রয়েছে। একটি বাড়ির দোতালায় রয়েছে ওই ব্যাঙ্ক।
সেই বাড়ির পেছনদিকের গেট ভেঙে ভেতরে ঢোকে দুই চোর। এরপর তারা উপরের দিকে ওঠে যায়। গোটা ঘটনায় সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের। তাতে দেখা যায় শুক্রবার রাত ১১.১৮ মিনিট নাগাদ দুজন ঢোকে। তাদের মুখ ঢাকা অবস্থায় ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।