ফের চুরি মন্দিরে, ক্ষোভ বাসিন্দাদের

এ-যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন ফুলবাড়ি- ডাবগ্রাম এলাকায়। প্রতিদিন ওই  সমস্থ এলাকায় কোন না কোন মন্দিরে চুরির ঘটনা ঘটেই চলছে। পুলিশ তৎপরতার সাথে চুরি সামগ্রী দোষীকে গ্রেফতার করলেও কমেনি চুরির দৌরাত্ম্য।

এবার চুরির ঘটনা ঘটলো এনজেপি সংলগ্ন সাউথ কলোনী রামনগর মজদুর বস্তি এলাকার একটি হনুমান মন্দিরে। বৃহস্পতিবার সকালে যখন মন্দির কতৃপক্ষ মন্দির খুলতে যান তখন দেখেন দান বাক্স ও সাউন্ড সিস্টেম মন্দির থেকে চুরি গেছে। সঙ্গে সঙ্গে খবর দেন এনজেপি থানায়। পরবর্তীতে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ,মাঝে মধ্যই এই হনুমান মন্দিরে চুরির ঘটনা ঘটায় দুস্কৃতিরা। মুলত বর্তমান সমাজে নতুন প্রজন্ম নেশায় আসক্ত হওয়ার কারনেই এই ধরনের চুরির ঘটনা ক্রমশই বেড়ে চলছে। তারা দাবি করেন পুলিশ যাতে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে।