সারা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস

সারা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও সাড়ম্বরে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। বিশেষ দিন উপলক্ষে শিলিগুড়ি শিক্ষা জেলার অন্তর্গত শিবমন্দিরের এস আই অফিসে ছিল দিনভর কর্মসূচি। চক্রের অন্তর্গত বিশেষভাবে সক্ষম সকল পড়ুয়াদের নিয়ে এসআই অফিসের আয়োজিত হলো বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এদিন দিব্যংঙ্গনদের যেমন খুশি অঙ্কনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। পরবর্তীতে গান আবৃত্তি তবলা নৃত্য এর মধ্য দিয়ে দিনটি পালিত হবে বলে জানান চক্রের বিশেষ শিক্ষক সুব্রত সরকার। তিনি আরোও জানান শুধু প্রথম, দ্বিতীয় বা তৃতীয় নয় অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল পড়ুয়াদের হাতে আমরা পুরস্কার তুলে দেব।