চিতাবাঘকে খাঁচাবন্দি করে হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা

খাঁচাবন্দি হলো চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন চিনচুলা চা বাগানের শ্রমিকরা। কয়েকদিন চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের বাসিন্দাদের। অবশেষে মঙ্গলবার সকালে খাঁচাবন্দি হল চিতাবাঘ। চিতাবাঘ খাঁচাবন্দি হতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই চিনচুলা চা বাগানে চিতাবাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন বাসিন্দারা। এমনকি কয়েকজন শ্রমিক চিতাবাঘের হামালায় জখমও হয়েছেন। চিতাবাঘ ধরতে তড়িঘড়ি তাঁরা খবর দেন বনদপ্তরে। বনদপ্তরের তরফে এলাকায় পাতা হয় খাঁচা।

এদিন সকালে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘটিকে সুস্থ অবস্থায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। চিতা খাঁচাবন্দি হতেই স্বস্তিতে শ্রমিকেরা।