শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর অধীন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানী বাজার এলাকায় এক মহিলা দীর্ঘদিন ধরেই গাঁজার কারবার চালাচ্ছিল। তবে এই খবর ছিল না নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে। অবশেষে ময়দানে নাগরিক সমাজের মহিলা কমিটি। তারাই অভিযান চালিয়ে উদ্ধার করল পাঁচ কেজি ৯০ গ্রাম গাঁজা।
এই ঘটনায় গোলাপী দাস নামে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন মহিলা কমিটির সদস্যারা। জানা গিয়েছে গতকাল রাতে ওই মহিলা ধুপগুড়ি থেকে পাঁচ কেজি ৯০ গ্রাম গাঁজা নিয়ে শিলিগুড়ির মাদানী বাজারের ওই বাড়িতে এসেছিল। এই খবর পৌঁছে গিয়েছিল নাগরিক সমাজের মহিলা কমিটির সদস্যাদের কাছে।
এরপর তারাই অভিযান চালান ওই বাড়িতে। খবর দেওয়া হয়নি নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। এরপর পুলিশ এলে পুলিশের হাতে ওই মহিলাকে এবং উদ্ধার হওয়া গাঁজা তুলে দেন নাগরিক সমাজের মহিলা কমিটির সদস্যারা। জানা গিয়েছে ওই মহিলা দীর্ঘদিন ধরেই মাঝাবাড়িতে ওই বাড়িতে গাজার কারবার চালাচ্ছিলেন।