কয়েক মিনিটের ঝড়ে নিশ্চিহ্ন গোটা গ্রাম । মাথা গোঁজার ঠাঁই টুকু নেই গ্রামবাসীদের । বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ঝড়ের দাপটে সবথেকে বেশি ক্ষতি হয় রামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়া এলাকায়।
নিশ্চিহ্ন হয়ে যায় শতাধিক বাড়ি।গুরুতর আহত অবস্থায় ২ জন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জখম আরও বেশ কয়েকজন। ঝড়ে বিপর্যস্ত গোটা গ্রাম।
জানা যায়, গতকাল রাতে বৃষ্টির সঙ্গে আচমকা কয়েক মিনিটের ঝড় শুরু হয়। রাস্তায় উপর গাছ পড়ে বারোবিশা – রামপুর রাজ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের দাপটে উপরে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি । উড়ে যায় ঘরের টিন ।যদিও রাত থেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় উদ্ধার কাজ ।