বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আপাতত কিছুদিন বৃষ্টির সম্ভাবনা কম। বুধবার পর্যন্ত পরিষ্কার আকাশের পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে বাংলাদেশের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে সরে গিয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করলেও আগামী কিছু ঘণ্টায় ক্রমশ শক্তি ক্ষয় নিম্নচাপটি ক্রমশ নাগাল্যান্ডের দিকে অগ্রসর হবে।
আজ দক্ষিণবঙ্গের কলকাতা এবং শহরতলিতে বজ্রপাত সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে। রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।