চলতি সপ্তাহ শেষ থেকে ঘুরতে পারে আবহাওয়া

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গত দু-তিন দিন থেকে দক্ষিণবঙ্গে সেরম বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস। আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষে ফের আবহাওয়ার বদল হতে পারে। পুজোর আগে ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য।

আবহাওয়া দফতর সূত্রে খবর বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফের একটি ঘূনাবর্ত তৈরি হতে চলেছে। ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হবে তা এখনও স্পষ্ট নয়। মায়ানমার উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি তৈরি হবে বলে আবহওয়া দফতর সূত্রে খবর।