বদলাতে পারে আবহাওয়া

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। মাঝে বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই আন্দাজে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বঙ্গে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে বৃষ্টি হবে বলেই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ এবং আগামীকাল হালকা মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে বলে অনুমান। নতুন করে শীত পড়ার আর কোনও সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হতে পারে বাংলায়। বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা এবং পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস। সব মিলিয়ে আগামী ৪ থেকে ৫ দিন মেঘলা আকাশের সঙ্গে সঙ্গে খামখেয়ালি বৃষ্টির দেখা মিলবে বলেই মত আবহাওয়াবিদদের। আরও জানান হয়েছে, আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

গোটা মরশুমে শীতের পথে বারবার ভিলেন হয়ে এসেছে পশ্চিমী ঝঞ্ঝা৷ শীত জাঁকিয়ে বসতেই নেমেছে বৃষ্টি৷ তাল কেটেছে ঠাণ্ডার৷ ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে কিছুটা শীত অনুভূত হলেও, সে ভাবে হাড়ে কাপুনি ধরেনি৷ তবে তারপর কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী কারণ শীত সত্যিই পড়েছিল জাঁকিয়ে। এখন আবার সেই বৃষ্টির ভ্রূকুটি। তাই শীত এবং তার আমেজ যে এবার ক্রমশ শেষের পথে যাচ্ছে তা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। বৃষ্টি দিয়েই যেমন এই বছরের শীত শুরু হয়েছিল, তা হয়তো সেই বৃষ্টি দিয়েই শেষ হতে চলেছে। তবে বৃষ্টি আদৌ শেষ হবে কিনা, তাই এখন সব থেকে বড় প্রশ্ন।