বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া অফিস দফতরের পূর্বাভাস, আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।
আজ দক্ষিণের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমবে। ফের হুড়হুড়িয়ে বাড়বে তাপমাত্রা। যদিও পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়া এবং ঝাড়গ্রামে কিছুটা পশ্চিম বর্ধমান এই জায়গাগুলিতেও মোটামুটি একটু ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলা গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই