মাদারিহাট ব্লকের জামতলা সংলগ্ন বাঙড়ি নদীতে জলস্ফীতি বৃদ্ধি পাওয়ায় রাস্তার উপর দিয়ে জল বইছে। ফলে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।মাদারিহাট এর সঙ্গে টোটোপাড়া, বল্লাল গুঁড়ি, হানটা পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন।
বাঙড়ি নদীতে জলস্ফীতিতে রাস্তার উপর দিয়ে বইছে জল
