দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল জয়ঁগা ভুটান গেট।
শুক্রবার সকালে জয়ঁগা ভুটান গেট খোলার সঙ্গে সঙ্গে জয়ঁগা ভুটান গেটের সামনে অজস্র জনগণের ভিড় লক্ষ্য করা যায়। ভুটানে প্রবেশের জন্য প্রচুর মানুষ ভিড় জমায়।
এদিন ভুটান গেট খোলার সময় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং। এদিন ভুটানের প্রধানমন্ত্রী লোটে সিরিং জানান, দীর্ঘ করোনা পরিস্থিতি কাটিয়ে ভুটান গেট খুলতে পেরে আমরা খুশি। আমাদের দেশে ৯৪% মানুষের কোভিড ভ্যাকসিন সম্পূর্ণ হয়েছে। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।