অবশেষে অবসান প্রতীক্ষার, তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণে ছাড়পত্র আদানিকে

অবশেষে প্রতীক্ষার অবসান৷ ঘোষিত হয়েছিল পূর্বেই এবার মিললো অনুদান পত্র৷ ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়বে আদানি গোষ্ঠী। ছাড়পত্র দিল মন্ত্রিসভা। সোমবারই রাজ্য সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ গ্লোবাল টেন্ডারে অংশ নিয়েই এই প্রকল্প গড়ে তোলার বরাত পেয়েছে আদানি গোষ্ঠী৷

মন্ত্রিসভার বৈঠক শেষে বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘লেটার অফ ইনটেন্ড’ হাতে দিয়েই আদানিদের আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘অনেক দিন ধরেই তাজপুরে বন্দর করার জন্য টেন্ডার ও ডিপিআর প্রসেস চলছিল। দু’জন অংশগ্রহণ করেছিল৷ তাজপুর বন্দর করতে সর্বোচ্চ দরপত্র হাঁকে আদানি গোষ্ঠী।’’

মোট বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা। ১৫ হাজার কোটি বিনিয়োগে প্রাথমিক ভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ করবে রাজ্য সরকার। বাংলায় প্রথম গভীর সমুদ্র বন্দরের পরিকাঠামো গড়তে আরও ১০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানান ফিরহাদ৷ সেই সঙ্গে ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তাজপুরে।

১১৬ (বি) নম্বর জাতীয় সড়ক থেকে পাঁচ কিলোমিটার এবং কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরে গড়ে উঠছে এই তাজপুর বন্দর। এই বন্দরে এক লক্ষ ডেড ওয়েট টন (ডিডব্লুটি) বহনক্ষমতা সম্পন্ন জাহাজ নোঙর করতে পারবে।