দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধি দেরকে জানিয়ে মেলেনি সুরাহা। শুধু জুটেছে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি। তাই এবার আর কোন আবেদন নিবেদন নয় সরাসরি রাস্তা অবরোধ করে নিজেদের দাবি আদায়ের পথ বেছে নিলেন গ্রামবাসীরা। তাদের একটাই বক্তব্য হয় জনপ্রতিনিধিরা তাদের দাবি মেনে নিয়ে তাদের দুর্দশা ঘোচাক নয়তো তারা বাধ্য হবে ভোট বয়কট করতে।
পানীয়জল এবং রাস্তার দাবিতে এভাবেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা। এরই জেরে বন্ধ হল যাওয়া আসা। সিতাই বিধানসভা কেন্দ্রের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভলকা পুঁটিমারিতে আজ সকাল থেকে পানীয়জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসীন্দারা।
এলাকাবাসীদের দাবি, গ্রামে জলের সমস্যা তো রয়েছেই তাছাড়া একমাত্র যাতায়াতের রাস্তাও বেহাল দশায় পড়ে রয়েছে৷ একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই আজ সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের কথায়, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বারবার প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু সুরাহা হয় না। অঞ্চল প্রধানও রাস্তার বিষয়ে কোনরকম কথাবার্তা বা পদক্ষেপ নেন না বলেও তাঁদের অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করে মাতালহাট অঞ্চল প্রধান স্বপ্না রায় বর্মনের স্বামী কামিনী রায় জানান ইতিমধ্যেই গ্রামবাসীদের দুর্দশার কথা মাথায় রেখে সেই রাস্তার টেন্ডার প্রসেসিং চলছে। আগামী এক দুই মাসের মধ্যেই সেই রাস্তার কাজ শুরু হবে। অপরদিকে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোরঞ্জন বর্মনও জানান ইতিমধ্যেই বিধায়ক জগদীশ বসুনিয়ার প্রচেষ্টায় রাস্তার টেন্ডারিং শুরু হয়েছে এবং খুব দ্রুতই সেই কাজ শুরু হবে।