রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চাকরি গেল ববিতারও। শুধু চাকরি বাতিলই নয়, সেই চাকরি কে পাবেন তাও জানিয়ে দিলেন বিচারপতি। শুধু তাই নয়, ববিতা সরকারকে বেতন বাবদ প্রাপ্ত ১৫ লক্ষ টাকা ফেরত দিতে হবে বলেও কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাই কোর্টের নির্দেশ, ববিতার চাকরি পাবেন শিলিগুড়ির অনামিকা রায়।
স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত অনামিকাকে চাকরির সুপারিশপত্র দিতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি। পাশাপাশি তাকে বাড়ির কাছে কোনও স্কুলে চাকরির সুপারিশ দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। বিচারপতি বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ির ববিতার চাকরি বাতিলের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হন শিলিগুড়িরই এক এসএসসি উত্তীর্ণ অনামিকা রায়। অনিয়মের অভিযোগ তুলে অনামিকা বলেন, এসএসসি-র কাছে আবেদনের সময় ববিতার স্নাতকস্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে।