সর্বোচ্চ আদালতের শুনানির অপেক্ষায় রয়েছেন নির্যাতিতার বাবা-মা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্টে আবার উঠছে আরজি কর মামলা। এদিন দেশের সর্বোচ্চ আদালতে নির্যাতিতার বাবা-মায়ের আবেদনের শুনানি হবে।

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী। সব ঠিক থাকলে, আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে, বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গেই তৃতীয় বিচারপতি হিসাবে বসতে পারেন জাস্টিস বাগচী।

প্রসঙ্গত গত বছর ৯ আগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালের চার তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। তারপরেই প্রকাশ্যে আসে হাড় হিম করা ওই ধর্ষণ-খুনের অভিযোগ।