সারারাত ঘেরাও হয়ে থেকে অসুস্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

সারারাত ঘেরাও হয়ে থেকে অসুস্থ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় । বুধবার সকালে রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । যদিও ঘেরাওয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পর্যবেক্ষক বিজয় দাস ৷ বিগত কিছুদিন ধরেই সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি তপন নাগকে অনৈতিকভাবে সাসপেন্ড করার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের অ-শিক্ষক কর্মচারীরা । এর ফলে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অফিসিয়াল কাজকর্ম বন্ধ হয়ে যায় ৷ মঙ্গলবার চরমে ওঠে বিরোধ ।অভিযোগ, উপাচার্যকে ঘেরাও করে আন্দোলনে নামে অ-শিক্ষক কর্মীরা । তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তৃণমূল ছাত্র পরিষদও । সারারাত ঘেরাও হয়ে থাকার পর সকালে অসুস্থবোধ করেন উপাচার্য দীপক কুমার রায় । তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।