নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। কিন্তু এই লোকসভা ভোটের আগে রাজ্যের আলোচনার শিরোনামে রাজভবন কাণ্ড। খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের অস্থায়ী এক মহিলাকর্মী।
এবার এই কাণ্ডেই নয়া মোড়। বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজভবনের বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে FIR। ইতিমধ্যেই পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে। এবার সেই মামলার তদন্তে হাই কোর্টের তরফ থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হল।
ইতিমধ্যেই পুলিশের হাতে যেহেতু সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে, সেই কারণে প্রমাণ নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই, এদিন বলেন বিচারপতি অমৃতা সিনহা। ১৭ জুন আদালতে রিপোর্ট জমা দিতে হবে। তবে আজ জাস্টিস সিনহার নির্দেশের ফলে, সাময়িক স্বস্তি ফিরেছে রাজভবনের অন্দরে।