ফের বিপদে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গাড়িতে লালবাতি ব্যবহার করার জন্য এবার তাঁর নামে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি। জানা গিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা হয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বিজেপি নেতা অরুণজ্যোতি তেওয়ারির প্রশ্ন, মন্ত্রী -আমলা তো দূর, সামান্য একজন রাজনৈতিক নেতা হয়ে কিভাবে গাড়িতে লাল বাতি ব্যবহার করেন অনুব্রত মণ্ডল? তৃণমূল নেতা এই বেআইনি কাজ করে এখনো গ্রেপ্তার না হওয়ায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও আদালতে প্রশ্ন তুলেছেন তিনি।
উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কেউই ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহারের অনুমতি পান না। মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও নন। অ্যাম্বুল্যান্স ও দমকলের গাড়িতে নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে। সেক্ষেত্রে কীভাবে অনুব্রত দীর্ঘদিন ধরে লালবাতি লাগানো গাড়ি চড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।