মুখ্যমন্ত্রীর সাহায্য চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী

দিনের পর দিন বিভিন্ন কারণে পিছিয়ে গেছে জাতীয় সড়ক প্রকল্পের কাজে। তাই এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চাইলেন খোদ কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। দিনের পর দিন জমি জটের কারণে আটকে থাকা রাজ্যের কুড়িটি জাতীয় সড়ক প্রকল্পের কাজে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়ে এদিন চিঠি লিখেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

চিঠিতে লিখেছেন, জমি অধিগ্রহণের সমস্যার কারণে প্রকল্পগুলির কাজ বিলম্বিত হচ্ছে। মোট নটি প্রকল্প রয়েছে ডিপিআর (ডিটেল প্রজেক্ট রিপোর্ট) পর্যায়ে। এছাড়া বাকি ১১ টি প্রকল্পের কাজ বিভিন্ন পর্যায়ে আটকে রয়েছে জমি অধিগ্রহণ, বনদপ্তরের ছাড়পত্র সহ বিভিন্ন ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমোদন না মেলার কারণে। যার ফলে প্রকল্পের কাজেও দেরিও হচ্ছে। এদিন সমস্ত স্টক হোল্ডারদের সাথে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্য সচিব। চিঠিতেই সেই অনুরোধ-ও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।