রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব

আজ রাজ্য সরকারের সাথে বৈঠক করতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা। আজ সকালের বিমানে দিল্লি থেকে কলকাতায় এলেন তিনি। আজ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে বিএসএফ-এর নয়া নিয়ম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

সম্প্রতি অসম, পঞ্জাব ও পশ্চিমবঙ্গে বিএসএফ-এর জন্য নতুন নিয়ম চালু হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, এই তিন রাজ্যে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ৫০ কিলোমিটার এলাকায় তল্লাশি, বাজেয়াপ্ত এবং গ্রেফতার করতে পারবে বিএসএফ। এই নয়া নিয়মে প্রথম থেকেই আপত্তি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নি। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে বিধানসভায় প্রস্তাব পঞ্জাব সরকার৷ ক্রমশ তা রাজনৈতিক রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

সূত্রের খবর, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা এবং ডিজি মনোজ মালব্যর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের। কেন্দ্রের যুক্তি, বিএসএফের সীমানা বাড়ানোর ফলে তাঁরা যেমন সক্রিয় হতে পারবে তেমনই বন্ধ হবে বেআইনি অনুপ্রবেশের ঘটনা৷

যদিও পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি রাজ্যের বিষয়ে নাক গলাচ্ছে৷ পাল্টা হিসেবে গেরুয়া শিবিরের দাবি, রাজ্য ভয় পাচ্ছে নিজেদের দু’নম্বরি ধরা পড়ে যাবে৷ এদিন সকালেই ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এবিষয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বিএসএফ কি দেশের বাইরে? সারা দেশের সুরক্ষা দিচ্ছে। উনি কি মনে করেন বাংলা কি দেশের বাইরে! চোরাচালান করবে, অনুপ্রবেশ করাবে এসব হবে…৷ না, আমরা থাকতে দেশের ক্ষতি হতে দেব না৷ বিএসএফ ভাল কাজ করছে৷’’