গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দিল্লি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সোমবার গুরুতর চোট পেয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। জানা যাচ্ছে, চিদম্বরমের বাঁদিকের পাঁজরের একটি হাড় ভেঙে গিয়েছে। প্রসঙ্গত গতকাল অর্থাৎ সোমবার ন্যাশানাল হেরল্ড মামলায় এনফর্সমেন্ট ডাইরেক্টরেট তথা ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন জাতীয় কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। এ ঘটনার প্রতিবাদে রাহুল গান্ধীর সমর্থনে দিল্লিতে সত্যাগ্রহ মিছিলের ডাক দেয় কংগ্রেস।

রাহুল গান্ধীকে ইডি সমন পাঠানোর প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন কংগ্রেসের কয়েক হাজার নেতা-কর্মী। যদিও তাদের এই সত্যাগ্রহ’ মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। কিন্তু তারপরেও তারা দিল্লির রাজপথ আটকে প্রতিবাদ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এই প্রতিবাদে সামিল হয়েছিলেন পি চিদম্বরমের মত শীর্ষ নেতারাও। আর সেই ধস্তাধস্তিতেই পড়ে যান তিনি এবং তার পাঁজরে গুরুতর চোট লাগে।

জানা গিয়েছে, এনফর্সমেন্ট ডিরেক্টরেট অফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন পি চিদম্বরম। তার বাঁ দিকের পাঁজরে গুরুতর চোট লাগে এবং পরে চিকিৎসকরা জানান যে পাঁজরের একটি হাড় ভেঙে গিয়েছে।

অন্যদিকে, সোমবার দফায় দফায় জেরা করা হয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। প্রথমদিকে দু’দফায় প্রায় তিন ঘন্টা জেরার পর দেওয়া হয় লাঞ্চ ব্রেক। সেই সামান্য বিরতিতেই রাহুল মা তথা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে যান। এরপর ফের তাকে সোমবার বিকেলে ইডি অফিসে হাজিরা দিতে হয় এবং তখন তাকে আরও ৭ ঘণ্টা জেরা করেন ইডি আধিকারিকরা।