সম্প্রতি রাজ্যে পরীক্ষা নিয়ে এক নয়া ঘোষণা করা হয়েছিল পর্ষদের তরফে। এর পর থেকেই উঠেছিল বেশ কিছু প্রশ্ন। তবে এবার খুলে গেলো জট, সেই সব প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা যে বাধ্যতামূলক নয়, এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দু’বার দশম বা দ্বাদশের পরীক্ষায় বসার বিষয়টিতে কোনও বাধ্যবাধকতা নেই, এটি সম্পূর্ণ ঐচ্ছিক প্রক্রিয়া।” তিনি আরও বলেন, “ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা JEE-র মতোই ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষায় বছরে দু’বার করে বসার অপশন থাকবে। তার মধ্যে থেকে সেরা নম্বরটি বেছে নিতে পারবে পড়ুয়ারা। যা সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়।”
উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নয়া নিয়ম অনুযায়ী, বছরে দু’বার করে বোর্ড পরীক্ষা হবে। আগামী বছর থেকেই এই বিষয় কার্যকর করা হতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর।