প্রথমবার পর্দায় একসাথে অভিনয় করতে চলেছেন টলিউডের দুই অভিনেত্রী

এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী, একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা। টলিউডের দুই জনপ্রিয় নায়িকাকে নিয়ে সাইকোলজিক্যাল থ্রিলার তৈরি করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। এই ছবিতে টলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার প্রথমবার কাজ করতে চলেছেন। নতুন ছবির নাম ‘ধাপ্পা’। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু। বাংলা সিনে-ইন্ডাস্ট্রিতে এর আগেও আদ্যোপান্ত নারীকেন্দ্রিক ছবি হয়েছে। এই প্রথম নয়। তবে অংশুমানের চমক অন্যখানে। শ্রাবন্তী-প্রিয়াঙ্কার পাশাপাশি এই সিনেমায় কোনও নায়ক নেই।

পুরোদস্তুর সাইকোলজিক্যাল থ্রিলার। দুই নারীর বিপরীতধর্মী মনস্তত্ত্ব নিয়ে এগিয়েছে ছবির গল্প। শ্রাবন্তীর চরিত্রটি নিজেকে বাইরের জগৎ থেকে আলাদা রাখতে পছন্দ করে। খানিক নিশ্চুপ ধরনের। অন্যদিকে, প্রিয়াঙ্কাকে দেখা যাবে হাইপ্রোফাইল সংস্থার এক কর্মী হিসেবে। তবে গল্পের মোড় ঘোরে এক ঝড়-বৃষ্টির রাতে। যখন আধুনিকা হাইপ্রোফাইল সংস্থার কর্মী প্রিয়াঙ্কা আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে। তারপর? বাকি গল্প পরিচালক অংশুমান বলবেন তাঁর ছবিতে। তবে রহস্য-রোমাঞ্চ যে ‘ধাপ্পা’র এক মূল উপকরণ, তা হলফ করে বলাই যায়।

ইতিমধ্যেই দুই নায়িকা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শ্রাবন্তী রয়েছেন কড়া ডায়েটে। অন্যদিকে, প্রিয়াঙ্কা কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, নিজেকে পুরোদস্তুর ভেঙেচুড়ে চ্যালেঞ্জিং চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে শ্রাবন্তী-প্রিয়াঙ্কা দুজনেই বেজায় উচ্ছ্বসিত। একে-অপরের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন।