বাণিজ্যিক দিক থেকে সম্পর্ক আরও দৃঢ় করছে দুই দেশ

সম্পর্ক আরও দৃঢ় সম্পর্ক, বড় সুখবর দুই দেশের সরকারের তরফে। সড়ক ও রেল পথের পর জলপথেও যুক্ত হতে চলেছে দুই পড়শি দেশ, ভারত-বাংলাদেশ। জলপথে যোগাযোগ বৃদ্ধি করতে বিশেষ বন্দর তৈরি হচ্ছে মুর্শিদাবাদের লালগোলায়। এই জলবন্দর তৈরি করা হচ্ছে ময়াগ্রামে পদ্মা নদীর পাড়ে।

এই বন্দরের মাধ্যমে সহজেই ভারত থেকে পণ্য পৌঁছে যাবে বাংলাদেশে। পাশাপাশি এর মাধ্যমে সহজে বাণিজ্য করা সম্ভব হবে ত্রিপুরার সাথে। একইভাবে এই বন্দরের মাধ্যমে ওপার বাংলা থেকে পণ্য সহজে এসে পৌঁছাবে ভারতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি বন্দর তৈরির কাজ পরিদর্শন করেছেন।

প্রাথমিকভাবে নদীপথে আমদানি-রপ্তানি হবে বালি-কয়লা -পাথর ইত্যাদি। মনে করা হচ্ছে নতুন এই বন্দর নির্মাণ হলে আরো উন্নত হবে লালগোলার অর্থনীতি। বিশ্লেষকদের মত এই বন্দরের ফলে দুই দেশ বাণিজ্য ও অর্থনৈতিতে সমৃদ্ধি লাভ করবে। ২৫ বিঘা জমির উপর এই বন্দর নির্মাণ করতে খরচ করা হচ্ছে মোট ৫২ কোটি টাকা।