বিভিন্ন দাবিতে চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন

বিভিন্ন দাবিতে বুধবার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগানে গেট মিটিং করলো তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। বুধবার সকালে দলসিংপাড়া চা বাগানের ফ‍্যাক্টরির সামনে বিভিন্ন দাবিতে গেট মিটিং এ সামিল হয় বাগানের শ্রমিকরা।

তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা জানান, বর্তমানে দলসিংপাড়া চা বাগানের শ্রমিকরা বিভিন্ন সমস্যায় ভুগছে। শ্রমিকরা মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা চাকরি পাচ্ছেনা। যেখানে শ্রমিক মৃত্যু হলে তিন দিনের মধ‍্যে তার পরিবারের একজনকে তার পরিবর্তে কাজ দেওয়ার কথা সেখানে দীর্ঘ বহু মাস ধরে কাজ মিলছেনা দলসিংপাড়া চা বাগানে এমন ৬৫ জন রয়েছে। এছাড়াও যে সমস্ত শ্রমিক অবসর নিচ্ছে তাদের প্রাপ্য মিলছেনা। অবসরপ্রাপ্ত শ্রমিকরা দীর্ঘ বহু বছর ধরে গ্র্যাচুইটি পাচ্ছেনা।