গ্রেফতার হল তৃণমূল নেতা

ভুল মন্তব্যের কারণে বিপাকে পড়লেন এক তৃণমূল নেতা। সম্প্রতি নবান্ন সভাঘরে একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মন্ত্রীসভার সদস্য, নানান পুরসভার প্রশাসনিক কর্তা ও পদস্থ আমলারা। হাজির ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়ও।

এবার সেখানেই ‘কমেন্ট’ করে বিপাকে পড়লেন এক তৃণমূল কর্মী। ওই বৈঠকে রাজ্যের মন্ত্রী অরূপের বিরুদ্ধে মন্তব্য করেন এরশাদ সুলতান ওরফে শাহিন নামের এক TMC কর্মী। শিবপুর মোল্লা পাড়া নিবাসী এরশাদ লেখেন, ‘অরূপ রায় হাওড়া পুরসভার ২৭ ও ৩৭ নং ওয়ার্ডের পুকুর বুজিয়ে ফেলেছেন’।

জানা যাচ্ছে, মন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে দেখে সেদিনই শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন হাওড়া মধ্য বিধানসভা অঞ্চলের TMC নেতা সুশোভন চট্টোপাধ্যায়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য এরশাদকে থানায় ডেকে পাঠানো হয়। জেরার পরেই গ্রেফতার করা হয় যুবককে।