দিনহাটায় গোষ্ঠী কোন্দলে ভাঙচুর হল তৃণমূল কংগ্রেসের কার্যালয়।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল দিনহাটা। শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষ ভাঙচুর করা হয় নাজিরহাট এর দলীয় দপ্তর। স্থানীয় শাসক দলের প্রধান ও তার বিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে এই ঘটনা ঘটে। যদিও ঘটনার দায় অস্বীকার করেছে দুই পক্ষই।
স্থানীয় সূত্রে জানা যায় , স্থানীয় এক ঠিকাদারকে নাজিরহাট দলীয় কার্যালয়ে আটক করে রাখা হয়। প্রধান ঘনিষ্ঠ সেই ঠিকাদারকে উদ্ধার করতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করে প্রধান বিরোধী গোষ্ঠী। যদিও প্রধান ওই অভিযোগ অস্বীকার করেছে। নাজিরহাট তৃণমূল কংগ্রেসের প্রধান রেহেনা সুলতানা বলেন, ওই ঠিকাদারকে নিয়ে আমি নিয়ে আসার পরেই দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। আমাকে ফাসানোর উদ্দেশ্যেই বিরোধী গোষ্ঠী এই কাজ করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, নাজির হাট গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। সেই ঘটনারই বহিঃপ্রকাশ আজকের এই দলীয় কার্যালয় ভাঙচুর বলে অনেকে মনে করছেন।