একদম এক অন্য রূপে দেখা গেলো রাজ্যের পরিবহণ মন্ত্রিকে

পূর্বের কথা মতো অবশেষে কম সংখ্যায় হলেও সিএনজি বাস পেল কলকাতাবাসী। কিন্তু উদ্বোধনের দিন ঘটলো বড় চমক। যা আগে কখনো দেখেনি কলকাতাবাসী। একদম অন্য এক রূপে দেখা গেলো রাজ্যের পরিবহণ মন্ত্রীকে। এ দৃশ্য দেখে হতবাক কলকাতাবাসী। বাসের স্টিয়ারিংয় হাতে বসে আছেন খোদ রাজ্যের পরিবহণ মন্ত্রী। এদিন পরিবেশবান্ধব সিএনজি বাসের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার প্রথম পরিবেশবান্ধব সিএনজি বাসের উদ্বোধন করেছেন মন্ত্রী ফিরহাদ। বাসের উদ্বোধনের পর সোজা বসে পড়েন চালকের আসনে। কসবার পরিবহণ ভবন থেকে বাস নিয়ে বেরিয়ে পড়েন ফিরহাদ হাকিম। রুবি মোড় থেকে বাস ঘুরিয়ে আবার নিজেই পরিবহণ ভবনে ফিরিয়ে আনেন ফিরহাদ।

পরিবহণ মন্ত্রীকে বাস চালাতে দেখে হতবাক হয়ে পড়েন উপস্থিত প্রত্যেকে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত পরীক্ষামূলক ভাবে রাস্তায় দুমাস চলবে দুটি সিএনজি বাস। পরবর্তী সময়ে পরীক্ষা সফল হলে আরও কয়েকশো সরকারি বাসকে সিএনজি বাসে বদলে ফেলা হবে। পরিবেশ দূষণ রুখতেই এই ধরনের বাস পরিষেবা চালু করতে তৎপরতা নেয় রাজ্য সরকার। ফিরহাদ হাকিম তিনি বলেন, ‘নতুন এই বাস চলাচলে খরচ কমার পাশাপাশি দূষণও কমবে।’