শিলিগুড়ি : চলছে মাধ্যমিক পরীক্ষা। তার মধ্যে অসুস্থ এক পরীক্ষার্থীকে টোটো করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল তার পরিবারের সদস্যরা। আর যানজটের মধ্যে সেই দৃশ্য দেখতে পেয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল ট্রাফিক পুলিশ।
জানা যায়, শিলিগুড়ি প্রধান নগর চম্পাশাড়ি এলাকার বাসিন্দা রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলের ছাত্রী শর্মিলা মাহাতোর পরীক্ষা কেন্দ্র পড়েছে শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়। সেই ছাত্রী অসুস্থ থাকায় শনিবার তাকে টোটো করে কোন মতে পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন।
ঠিক সেই সময় এগারোটা পাঁচ নাগাদ টোটোটি ইয়ার ভিউ মরে এলে তা চোখে পড়ে যায় পানি ট্যাংকি ট্রাফিক পুলিশের। আর তারপরেই পানিট্যাংকি ট্রাফিক পুলিশ গ্রীন করিডোর তৈরি করে হোটেল বাজিয়ে তড়িঘড়ি ছাত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।