এক বছরের টক টু মেয়রের রিপোর্ট কার্ড প্রকাশ করলো পুর বোর্ড

পৌরনিগমের ক্ষমতায় আসার পর এক বছরের টক টু মেয়রের রিপোর্ট কার্ড প্রকাশ করলো বোর্ড। সোমবার দলীয় কাউন্সিলারদের উপস্থিতিতে ওই রিপোর্ট কার্ড প্রকাশ করেন মেয়র গৌতম দেব। পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পৌরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ মেয়র পারিষদ ও বোরো চেয়ারম্যানরাও। এই রিপোর্ট কার্ডই আগামীতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে পৌরনিগম সূত্রে জানা গিয়েছে। তবে এদিনের অনুষ্ঠানে বিরোধী দলের কাউন্সিলাররা অনুপস্থিত ছিলেন। ২২শে ফেব্রুয়ারি টক টু মেয়রের মতো ক্ষমতায় আসা বর্তমান পুর বোর্ডের সফলতা ও উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে বলেও জানিয়েছেন মেয়র।