শিক্ষার্থীদের জন্য মেয়াদ বাড়লো আবেদনের৷ শিক্ষার্থীদের সুবিধার্থে সিইউসিইটির আবেদন করার সময় বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিস কমন এন্ট্রান্স টেস্ট, ২০২১ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা ২ সেপ্টেম্বর, ২০২১ থেকে বাড়িয়ে ৫ সেপ্টেম্বর, ২০২১ করা হয়েছে। এখনও যাঁরা আবেদনপত্র জমা দিতে পারেননি, সেসব পড়ুয়ারা ৫ সেপ্টেম্বর, রাত ১১টা ৫০ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in, cucet.nta.nic.in এ গিয়ে দেখতে হবে৷
তবে প্রবেশিকা পরীক্ষার দিন বদল করা হয়নি৷ আগের ঘোষণা অনুযায়ী, প্রবেশিকা পরীক্ষার দিন ১৫, ১৬, ২৩ এবং ২৪ সেপ্টেম্বর, ২০২১ ঠিক করা হয়েছিল। পরীক্ষাটি কম্পিউটার-বেসড পদ্ধতির মাধ্যমে নেওয়া হবে। ইতিমধ্যেই সিইউসিইটি ২০২১ বর্ষের জন্য আবেদন করা শিক্ষার্থীরা কারেকশন উইন্ডোর মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্র বদলাতে পারবেন বলে জানা গিয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ রাখতে এনটিএ কর্তৃপক্ষ আগের ঘোষণা করা পরীক্ষা কেন্দ্রের সঙ্গে আন্দামান ও নিকোবরের পোর্ট ব্লেয়ার এবং কেরালার কাসারাগদে আরও নতুন দু’টি কেন্দ্র যুক্ত করেছে।