বাঘ মামাকে দেখেই চড়ে বসলেন গাছের মগডালে

জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ বাঘের মুখোমুখি। সাহসিকতা এবং উপস্থিত বু্দ্ধির জেরে প্রাণ বাঁচালেন দুই বনরক্ষী। বাঘমামাকে দেখেই চড়ে বসলেন গাছের মগডালে। সেখান থেকে পুরো বিষয়টি ক্যামেরাবন্দিও করেন তাঁরা।

মধ্যপ্রদেশের সাতপুরা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ঘটনা। ওই দুই বনরক্ষীর নাম অন্নুলাল এবং দাহাল। তাঁদের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করেছেন আইএফএস কর্তা প্রবীণ কাসওয়ান। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো।ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে দায়িত্ব পালন করছিলেন ওই দুই বনরক্ষী। হঠাৎ একটি বাঘকে এগিয়ে আসতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে টনক নড়ে। ঠান্ডা মাথায় একটা বড় গাছের মাথায় উঠে বসেন তাঁরা। সেখান থেকে বাঘের গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন। বাঘটিও গাছের নীচে ঘুরঘুর করতে থাকে। কিছু ক্ষণ পর বাঘটি সেখান থেকে চলে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন দুই বনরক্ষী।