সবে মাত্র কিছুদিন যাবৎ করোনার দ্বিতীয় ঢেউ থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। এরইমাঝে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আগামী কয়েক মাসের মধ্যে দেশে ধেয়ে আসতে পারে করোনার তৃতীয় ঢেউ, আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটির মধ্যেই বেপরোয়া পর্যটকদের ভিড় উপচে পড়ছে হিল স্টেশনগুলিতে। পাহাড়ি এলাকায় সেই ভিড়ের ছবি-ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রক। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছে, বিশ্বে অতিমারীর ইতিহাস ও তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট করোনার তৃতীয় তরঙ্গ অবশ্যম্ভাবী।
মঙ্গলবার তৃতীয় ঢেউ রোখার আগাম প্রস্তুতিতে উত্তর-পূর্ব ভারতের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন নরেন্দ্র মোদী। টিকাকরণ, জমায়েতে করোনাবিধি বাধ্যতামূলক করার মতো বিষয়ে এদিন আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি দিয়েছেন সংক্রমণ প্রতিরোধে একগুচ্ছ দাওয়াই। আমাদের তৃতীয় ঢেউ রুখতে একসঙ্গে কাজ করতে হবে।