তিন মাস বাড়লো মুখ্য সচিবের চাকরির মেয়াদ

রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি মেনে নিল কেন্দ্র। চলতি মাসেই আলাপন বাবুর চাকরির মেয়াদ শেষ হয়ে যেত। কোভিড পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি এই করে রাজ্য। মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে এবিষয়ে চিঠি দেয়। রাজ্যের আর্জি মেনে নিয়ে মুখ্য সচিবের চাকরি তিন মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। আগামী ৩১ অগস্ট অবধি রাজ্যের তিনি মুখ্যসচিব হিসেবে কাজ করবেন বলে সুত্রে জানা গেছে। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিবের চাকরির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুখ্যসচিবের চাকরির মেয়াদ তিন মাসের জন্য এক্সটেনশন পেয়েছেন। আমরা খুশি হয়েছি। তাঁর অভিজ্ঞতা রয়েছে আমফানে কাজ করার। কোভিডের সময়ও কাজ করেছেন তিনি।’ প্রশাসনের অন্দরের যুক্তি, রাজ্যে করোনা পরিস্থিতি যেভাবে চলছে, তাতে তিনি থাকলে, প্রশাসনিক কাজে যথেষ্ট সুবিধা হবে। তাছাড়া খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর উপরে যথেষ্ট ভরসা করেন। রাজ্য প্রশাসনের শীর্ষ পদে বসার আগে পরিবহণ সচিব, পুর কমিশনার, স্বরাষ্ট্র সচিব হিসেবে নজর কেড়েছে তাঁর দক্ষতা।

উল্লেখ্য, ৬০ বছর পূর্ণ হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের। গত বছরের ২৯ সেপ্টেম্বর রাজীব সিনহার অবসরের পরেই রাজ্যের মুখ্যসচিব পদে আসীন হয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এক সময়ে সাংবাদিকতার দায়িত্ব সামলেছেন। সম্প্রতি তাঁর ভাই তথা সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় কোভিডে প্রাণ হারান। চলতি মাসের শেষেই আলাপনবাবুর মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার কথা ছিল।