বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর হাওয়া অফিসের জানিয়েছে, দক্ষিণবঙ্গে এবার বেশ কয়েকদিন ধরে বৃষ্টির প্রভাব কমবে। পাশাপাশি বৃদ্ধি পাবে তাপমাত্রাও।
পাশাপাশি জানা গিয়েছে, বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে, উপকূলবর্তী জেলাগুলির কিছু অংশে সংশ্লিষ্ট দিনগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশজুড়েই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আগামী ২ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি। অন্যদিকে উত্তরের জেলাগুলির মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকলেও ২৮ তারিখ থেকে উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজায় থাকবে।