বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ তবে পারদের ওঠানামা লেগেই রয়েছে৷ কলকাতায় আরও কিছুটা নামল তাপমাত্রার পারদ। সোমবার তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার ফের নামল তাপমাত্রার পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সাময়িক ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তুরে হাওয়া। সেই কারণেই পারদ কিছুটা চড়েছে। তবে মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমার পূর্বাভাস দেয় হাওয়া অফিস। আগামী কয়েক দিনেও তাপমাত্রা খানিকটা কমবে বলে জানিয়েছেন আবহবিদরা৷
কলকাতায় ঠান্ডা আগের চেয়ে কমেছে ঠিকই, কিন্তু শীতের আমেজে খামতি নেই। কলকাতা ছাড়াও বাকি জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। পশ্চিমের জেলাগুলিতে বেলা পর্যন্ত আকাশের মুখ ঢাকা থাকছে কুয়াশায়৷ উত্তরবঙ্গে ভালই অনুভূত হচ্ছে শীতের কাঁপুনি৷ উত্তরবঙ্গের জেলায় জেলায় সকাল থেকেই আগুন পোহানোর হিড়িক৷