স্কুল খুলতে আর্জি জানালো শিক্ষক সমিতি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে এবার গরমের ছুটি বাতিল করে ফের স্কুল খোলার দাবি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির।

এ ব্যাপারে শিক্ষা দফতরকে প্রস্তাবও পাঠিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। দুই শিক্ষক সংগঠনের দাবি, এক দফায় এত লম্বা ছুটি না দিয়ে আপাতত স্কুল খোলার ব্যবস্থা করা হোক। কিছুদিন পর ফের অত্যাধিক গরম পড়লে তখন নাহয় ছুটি দেওয়া হোক।

পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম বদলেছে। সিমেস্টার পদ্ধতি চালু হয়েছে। এই আবহে গরম কমলেও স্কুল বন্ধ রাখলে স্টুডেন্টদের পড়াশোনার ক্ষতি হবে।