আগামী বছরেই আসতে হতে চলেছে বছর ঘুরলেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে জেলায় জেলায় সংগঠন আরও মজবুত করার প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের সুপ্রিমো এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ পরামর্শ দিয়েছেন দলীয় কর্মীদের।
এবার নিজে এলাকায় গিয়ে পরিস্থিতি প্রত্যক্ষ করতে চলেছেন তিনি। রাজ্য সরকারের তরফে জানা গিয়েছে, ৪ দিনের জেলা সফরে যাচ্ছেন মমতা। দুই মেদিনীপুরে হবে তাঁর এই সফর। সোমবার বিকেলেই রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
জানা গিয়েছে, এই সফরে প্রশাসনিক বৈঠক থেকে দিঘার মেরিন ড্রাইভ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে জেলায় দলের বর্তমান অবস্থা এবং প্রকৃতি কী আছে সেটাও পরোখ করে নিতে চান তিনি। মঙ্গলবার জেলা পরিষদের নেতাদের নিয়ে একপ্রস্থ বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো। দলীয় কাজ ছাড়াও এই সফরে কিছু সরকারি কাজও রয়েছে তাঁর।
সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলীয় কর্মীদের বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার নেতৃত্বকে অনুব্রত মণ্ডল ইস্যুতে চাঙ্গা করার চেষ্টা করেছিলেন তিনি। বলেছিলেন, অনুব্রতকে বীরের মতো বের করে আনতে হবে। লড়াই চালিয়ে যেতে হবে। তাঁর এই মন্তব্য নিয়ে বিরোধীরা ব্যাপক সমালোচনাও করেছিল।