প্রশাসক কমিটির ভেঙে দিল সুপ্রিম কোর্ট, পিছল ফেডারেশনের নির্বাচনও

কেন্দ্রের আবেদন মেনে নিল সুপ্রিম কোর্ট। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন এর ক্ষমতা কেড়ে নিল দেশের সর্বোচ্চ আদালত । প্রশাসক কমিটির ক্ষমতা কেড়ে সর্বোচ্চ আদালতের আশা, এবার হয়তো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা নির্বাসন তুলে নেবে। একই সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট । কথা ছিল চলতি মাসের শেষদিকে নির্বাচন হবে তবে সপ্তাহখানেকের জন্য পিছিয়ে দেওয়ার জন্য সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে নির্বাচন।

উল্লেখ্য, ফিফার নির্বাসনের কারণে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের আয়োজন প্রায় থমকেই গিয়েছে। তবে এই নির্বাসনের জেরে বিশ্বকাপ আয়োজনের অধিকার হারাতে নারাজ ক্রীড়ামন্ত্রক। তাই ফিফার কাছে অনুরোধ, অক্টোবরে মেয়েদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যেন কেড়ে না নেওয়া হয়। এনিয়ে রবিবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে একটি আবেদন নিয়ে যায়। তাতে বলা ছিল, সরকার ফিফার সমস্ত দাবি মেনে নিয়েছে এবং তাদের দাবি অনুসারে প্রশাসক কমিটির (সিওএ) শেষ চাইছে। সর্বোচ্চ আদালতের কাছে কেন্দ্রের আবেদন, সরিয়ে দেওয়া হোক সিওএ-কে। এর পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার না দেওয়ার দাবিও জানায় কেন্দ্র। তবে এদিন দেশের সর্বোচ্চ আদালত ফিফার নিয়মকে মান্যতা দেয় কি না সেদিকেই নজর ছিল সবার। ভারতীয় ফুটবলের সঙ্কট মেটাতে ফিফার দাবিকে মান্যতা দিয়েছে কোর্ট। আশা করা যায়, এবার নির্বাসন উঠবে এবং সুষ্ঠভাবে আয়োজিত হবে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ।

প্রসঙ্গত, ফিফা ভারতীয় ফুটবলকে নির্বাসিত করার সময় যে বিবৃতি দিয়েছিল তাতে বলা হয়েছিল,’এখন এআইএফএফ-এর ক্ষমতায় রয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এর বদলে যে দিন থেকে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ-এর দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে, সে দিন থেকে এই নির্বাসনের শাস্তি উঠে যাবে।’ অর্থাৎ সিওএর সম্পূর্ণ অবলুপ্তি এবং এআইএফএফের অ্যাডমিনিস্ট্রেশন তাদের প্রতিদিনকার কাজকর্ম দেখাশোনা করবে। তাদের আরও বক্তব্য ছিল যে আগের যারা মেম্বার ছিল তাদের উপর ভিত্তি করেই নির্বাচন করতে হবে। একটি স্বতন্ত্র কমিটি এআইএফএফ গঠন করবে যারা এই নতুন এক্সিকিউটিভ কমিটির নির্বাচনের বিষয়টি দেখবে।