নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়তে পারে আগামী বছর

বাঙালির কথায় আছে “গোদের ওপর বিষফোঁড়া”। এবার এই প্রবাদ বাক্যকে বাস্তবায়িত হতে দেখতে চলছেন মহানগরীর সাধারণ মানুষরা। কারণ করোনার ফলে রাজ্যের পরিবহণ পরিষেবাতে এক বিশেষ রদ বদল এসেছে, আবার অন্যদিকে জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে একশো টাকার উপর। তার ওপর শোনা যাচ্ছে শহর কলকাতায় চলমান অধিকাংশ বাস ও মিনি বাসের বয়সের মেয়াদ শেষ হতে চলেছে।

সূত্রে খবর, আগামী বছরেই শহর থেকে উধাও হতে পারে প্রায় হাজার দুয়েক বেসরকারি বাস-মিনিবাস। পনেরো বছরের কোটা পূরণ হয়ে যাওয়ায় সেগুলিকে বসিয়ে দিতে হবে। কিন্তু পরিবর্তে নতুন বাস ফের নামাবেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে মালিকদের একাংশের মধ্যে। করোনার কারণে এমনিতেই বেসরকারি গণপরিবহণের অবস্থা খারাপ। বাসে ৩০ শতাংশ যাত্রী কমে গিয়েছে। যে কারণে বাসের সংখ্যাও দিন দিন কমছে। এরপর যদি ১৫ বছরের পুরনো বাণিজ্যিক যান বাতিলের নিয়মে বছর ঘোরার পর দুই হাজার বাস কমে যায়, তাতে রাস্তায় বাসের আকাল দেখা দেবে। সমস্যায় পড়বেন যাত্রীরা।