সুব্রত সংঘে খুঁটি পূজোর মধ্য দিয়ে শুরু করা হল প্যান্ডেলের কাজ

Estimated read time 1 min read

শিলিগুড়ি:- শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আকর্ষণীয় পূজো মন্ডপের মধ্যে একটি পূজো মন্ডপ হলো সুব্রত সংঘ।বিগত কয়েক বছর যাবত লাগাতার আকর্ষণীয় পূজো মন্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারের তাদের দুর্গাপূজো। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ “দৃষ্টিকোণ”।

মূলত আমরা বিভিন্ন জিনিস বা বিষয়কে নানান দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি আমরা। এমনি তাদের পুজো মণ্ডপ কে যেই দৃষ্টিকোণে আপনি দেখবেন সেই ভাবনায় খুঁজে পাবেন তাদের এই আকর্ষণীয় প্যান্ডেলকে। মেদিনীপুরের শিল্পী দ্বারা তৈরি হবে এবারে তাদের সমাজ বান্ধব সামগ্রী তৈরি করা এই পূজো মন্ডপ।

ক্লাব সম্পাদক তথা পুজো কমিটির সভাপতি ভাস্কর বিশ্বাস জানান,এবারের যে থিম তাদের রয়েছে তা মানুষের মন জয় করবে। প্রচুর সংখ্যক দর্শনার্থী এবারও পুজো মন্ডলের ভিড় জমাবে বলেই আশাবাদী তারা। পাশাপাশি নিরাপত্তার তাগিদে সমস্ত পূজো প্রাঙ্গন সিসি ক্যামেরা দিয়ে মুড়িয়ে ফেলা হবে বলে জানান তারা।

You May Also Like

More From Author