১৬ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ইন্ডিয়ার দ্য স্টাইল আইকন

শেডস এন্টারটেইনমেন্টের মিঠুন সাহার উদ্যোগে এবং  মিষ্টি ক্রিয়েটিভ স্টুডিও দেবাংশু মেহতার পরিচালনায় ১৬ এপ্রিল ইনস্পিরিয়া নলেজ ক্যাম্পাসে সফল ভাবে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা স্টাইল আইকন 2k22-তথা দ্য স্টাইল আইকন এবং জুনিয়র দ্য স্টাইল আইকন। সারা দেশ থেকে প্রতিযোগীরা এই স্টাইল আইকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। 

উল্লেখ্য, এটি ছিল বেঙ্গল ইন্ডিয়ার স্টাইল আইকন প্রতিযোগিতার সপ্তম সিজন। এই স্টাইল আইকন প্রতিযোগিতাটি  হল ভারতের তরুণদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। ২০২৩-এর বেঙ্গল ইন্ডিয়ার স্টাইল আইকন প্রতিযোগিতায় এবার ছোটদেরও জুনিয়র স্টাইল আইকন হিসেবে অংশ গ্রহণের সুযোগ ছিল। 

স্টাইল আইকন রানওয়ে ক্যাটাগরিতে বিজয়ী হন শিলিগুড়ির নেহা সোনি, পুরুষ বিভাগে বিজয়ী হন কলকাতার নীল সিং। স্টাইল আইকন প্রিন্ট বিভাগের বিজয়ী হন শিলিগুড়ির শ্রদ্ধা বোস। পুরুষ বিভাগে জয়ী হন খড়গপুরের সুমিত কুমার।