মাস্টারমশাই নিজের স্কুল থেকে অন্য স্কুলে বদলি হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা

Estimated read time 1 min read

আলিপুরদুয়ার:- মাস্টারমশাই নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে,এই কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন ছাত্র-ছাত্রীরা। এদিন মাস্টারমশাইকে কাছে পেয়ে ছাত্ররা কান্না করছেন হটাৎ। ছাত্ররা বলছেন স্যার আপনি কতো ভালো মানুষ আমাদের ছেড়ে যাবেন না। আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমাদের ছেড়ে গেলে এরকম মাস্টার পাবো না হয়তো কোনোদিন।আপনাকে খুব মিস করবো স্যার।

আপনি খুব ভালো স্যার।ছাত্রছাত্রীদের সবার প্রিয় শিক্ষক গীতবিথান মহাপাত্র নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি  ছাত্র-ছাত্রীদের বুঝানোর চেষ্টা করছেন যে অফিসিয়াল ভাবে নির্দেশ রয়েছে তাঁকে যেতে হবে। তবে সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসে তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কথা বলেন।

তাঁদের মধ্যে একটা পরিবার হয়ে রয়েছে ছাত্ররা জানান আজীবন এই সম্পর্ক থাকবে আমাদের মধ্যে।আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লকের খোয়ারবাড়ি জুনিয়র বেসিক স্কুলের শিখক ছিলেন ১৫ বছর ধরে,বিদ্যালয়ের বাকি শিক্ষকের পাশাপাশি  গ্রামবাসিরাও সেখানে আজকে উপস্থিত ছিলেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে । গীতবিথান মহাপাত্র সোনাপুর সারদা মোহন বিদালয়ে প্রধান শিখক হিসেবে নতুন করে দায়িত্ব নিবেন।

You May Also Like

More From Author