সোমবার রাতে ঘন কুয়াশায় ঢাকা বালুরঘাটের রাস্তাঘাট

শীতে দার্জিলিং বা কার্শিয়াং এর পথে যে কুয়াশার পরত যাত্রীদের আলিঙ্গন করে, সোমবার সেই একই রকমের কুয়াশার সাক্ষী হয়ে রইল বালুরঘাট। সোমবার রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট। দৃশ্যমানতা কমে আসে কুড়ি মিটারের নিচে। আবহাওয়া দপ্তর সূত্রের দাবি, কেবল বালুরঘাট নয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গাতেই এই অবস্থা সন্ধের পর দেখা দিচ্ছে এমন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রায় হেরফের এসেছে উত্তরবঙ্গে।

বাদ যায়নি দক্ষিণ দিনাজপুর জেলাও। এদিন সন্ধ্যের পর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার এই যুগলবন্দী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন কিছু মানুষ। শীতের আমেজ পুরোপুরি উপভোগ করেন অনেকেই। চলতি সপ্তাহ থেকেই বালুরঘাটে শুরু হয়েছে মেলা সন্ধের পর অনেকেই মেলা দেখতেও হাজির হন।