শিলিগুড়ি জংশন গার্ডের ট্রাফিক পুলিশ হাতে ধরা পড়ল চোরাই বাইক

গতকাল শিলিগুড়ি থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকা থেকে একটি মোটর বাইক চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশ ওই মোটর বাইকটি উদ্ধারের তদন্ত শুরু করেছে। এরই মধ্যে ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে গেল সেই চোরাই বাইকটি।

আজ সকালে শিলিগুড়ি জংশন গার্ডের ট্রাফিক পুলিশদের হাতে ধরা পড়ে যায় ওই চোরাই বাইক। আজ সকালে জংশন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা দেখতে পায় ২ যুবক একটি বাইকে করে রাশ ড্রাইভিং করছে। এরপর ট্রাফিক পুলিশ মোটর বাইক কি থামায় এবং তাদের কাছে কাগজপত্র চায়।

কিন্তু তারা কোনো নথি দেখাতে না পারায় আটক করা হয় বাইক। সুযোগ বুঝে ওই দুই যুবক পালিয়ে যায়। এরপর জানা যায় এই মোটর বাইকটি গতকাল চুরি হয়েছিল। শিলিগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে ওই মোটরবাইক। প্রকৃত মালিকের হাতে আদালতের আইন অনুযায়ী তুলে দেওয়ার ব্যবস্থা করবে শিলিগুড়ি থানা।